হঠাৎ করে শহরে গুজব রটে গেল
তোমি নাকি আমার।
প্রতিদিন একসাথে দেখা রেস্তোরাঁর মালিকটিও
আড়চোখে দেখছে আজ
একটু দূরের মানুষগুলো ফিসফিস করে কি যে সব বলছে
নিরব হাসিতে অপবাদ ছড়িয়ে পড়ছে মানচিত্রের দিক দিগন্তে;
কেবল আমরাই কিছু জানলাম না।
চাইনা নগরীতে আকাঙ্ক্ষার দুর্ভিক্ষ
গলির দোকানে দোকানে নিকোটিনের বিক্ষোভ
কেবল আমি জানি আমি তোমার কতটা কাছে
আর তোমি জান তুমি আমার থেকে কতটা দূরে!
আহা! যদি, তোমি কানের কাছে ফিসফিস করে একবার বলে দিতে,
গুজবটা কিন্তু সত্যি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন