হঠাৎই হেলেনা'র সাথে দেখা,
প্রথমে তো আমি চিনতেই পারিনি
খানিকটা অন্যমনস্ক ছিলাম।
অতি সুন্দরীদের হাসিতে
ঠিক যতখানি অহংকার থাকার কথা
ঠিক ততটুকু অহংকার নিয়ে
ছোট করে একটি হাসি দিল।
বলল, "আমি হেলেন,
হেলেন অব ট্রয়।
জিউস কন্যা।"
তোমাকে কে না চিনে,
কে না জানে রূপের আখ্যান।
যার সৌন্দর্য ধ্বংস করে দিয়েছিল একটি নগর
কি ভয়ংকর সৌন্দর্যরূপ!
যেন শুভ্র তুষারে লুকিয়ে থাকা মৃত্যুর হাতছানি।
রমনীরা বোধয় সৌন্দর্যচর্চা উপভোগ করে।
আমাকে বলল, আচ্ছা আমি আসলেই ততটা সুন্দরী?
খানিকটা সময় নিয়ে বলেছিলাম,
হয়তো!
কিন্তু তুমি তো আমার আফ্রোদিতির মত নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন