শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

নির্লজ্জ

নির্লজ্জভাবে ভালবাসতে চাই।
লোকাল ট্রেনের বগিতে
অলিতে-গলিতে
বাসের সিটে, পার্কের ব্রেঞ্চে,
নাট্যমঞ্চে...
গ্রামে-গঞ্জে;
স্বর্গে, নরকে বা দিগন্তহীন কুঞ্জে।

যখন যেখানেই থাকিনা কেন,
যদি এক তিলক সুযোগ পাই।
কেবল নির্লজ্জের মত
আমি ভালবাসিতে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন