সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

অভাগী

অতঃপর জীবনে সে এল,
যার সাথে আগে কখনো দেখা হয়নি।
যাকে কখনো কল্পনা করিনি
শিল্পী হয়ে তার ছবি হৃদয়ে আঁকা হয়নি
কবি মনের আকাঙ্খা হয়ে পদ্যে স্থান পায়নি
খুবই সাধারণ একজন।
  
তাকে বুঝতে বুঝতেই হয়তো যৌবন দীপ্ত নিঃশেষ হয়ে যাবে,
মাঝখানে হয়তো কিছু দিনের জন্য তার প্রেমও পড়ে যেতে পারি
কিন্তু জৈবিক তৃপ্তি নিবারণের পরই মনে হবে...
এ তো কেবলই কামনা
এখানে ভালবাসা খুঁজা পণ্ডশ্রম।
আহা,  কি অভাগী হবে একজন সে!
  
অথচ, তোমাকে কোথায় কল্পনা করিনি আমি?
প্যারিসে স্যেন নদীর তীরে,
বসফরাস প্রণালির উপকন্ঠে
মরুর বুকে জেগে থাকা নীল নদের মতো
অ্যামাজন, রুশ বিল্পব বা জি তাও এর সূরে
তোমাকেই চেয়েছিলাম গভীর অনুরাগে...
এইসব তো আর সেই অভাগী জানত না আগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন