রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

ফেরারি ব্রহ্মা

যদি ব্রহ্মা হতাম,
আমার সরস্বতীর জন্য ঠিক তার মত করে নতুন একটা স্বর্গ বানিয়ে দিতাম।

কিংবা, কে জানে?
সেই স্বর্গে বোধহয় আমার কোন জায়গা ছিল না;
তাই পালিয়ে এসেছি ধূলোর পৃথিবীতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন