বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

হয়তো একদিন

এই অনুভূতিগুলো হয়তো একদিন হারিয়ে যাবে;
ক্ষণিকের নিরবতায় অস্থির হয়ে যাওয়া
তোমার কান্না হৃদয়ে ঝড় তুলা সন্ধ্যা
পছন্দের বাগানবিলাস খুঁজার প্রচেষ্টা
উন্মাদের মত তীব্র আকাঙ্খা;
নির্লজ্জ আহ্বান
সব কিছুই হয়তো এক সময় মনে হবে নিষ্প্রাণ । 

হয়তো এমনও একদিন আসবে
যেদিন তোমার খারাপ লাগা
নীল বিবর্ণমুখ, অশ্রুজল, সুখ-অসুখ
আমার মন খারাপ দেবেনা আর,
তোমার কঠিন হাসি ভেতর করে দেবেনা আর ছাড়খার।
তোমার দূরত্ব বাড়ানোর খেলায়
আমিও হয়তো অভ্যস্ত যাব একদিন।
বেঁচে থেকেও লাশ হয়ে ঘুরব তোমার শহরে
নীরবে নীরবে,
আর এই অনুভূতিগুলোও হয়তো একদিন হারিয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন