বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২

বিন্দু

আমি একটা বিন্দু
কাঙ্খিত বৃত্তের কেন্দ্রে অবস্থান খুঁজে বেড়াই।
পরিধির চারপাশে পরিভ্রমণ করছি সহস্র শতাব্দী ধরে।
কেন্দ্র স্পর্শ করতে পারিনা।

সেই বৃত্তটির নাম দিয়েছি কষ্ট।
সে যখন অন্য কারো জন্য উদাস,
আমার হৃদয় তখন অস্থির;
তার মুখে এক চিমটি হাসির জন্য
কি না করতে পারি আমি...
হাসি মুখেই অন্য কারো হাতে তুলে পারি।
এর চেয়ে বড় বিসর্জন দেওয়ার ক্ষমতা যে আমার আর নেই।
তার নিস্তব্ধতা আমাকে ফেলে দেয় অতলে...
বৃত্তের পরিধি ধরে একটা তল খুঁজে যাই,
কিন্তু খুঁজে পাইনা।
আমি একটা বিন্দু
কাঙ্খিত বৃত্তের কেন্দ্রে অবস্থান খুঁজে বেড়াই।
পরিধির চারপাশে পরিভ্রমণ করছি সহস্র শতাব্দী ধরে।
কেন্দ্র স্পর্শ করতে পারিনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন