বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

শেষ পাতা

আরও দশটা দিনের মতই আজও বসে আছি রিক্সায়
কি আশ্চর্য শান্ত
যেন নিশীথের নিরবতায় সিক্ত দুজন।

প্রবল ঝড়ের পর এমনই হয় প্রকৃতি,
ক্লান্ত, শান্ত আর শতছিন্ন।
গন্তব্য কাছে এসে হাতে হাত রাখতেই
মৃদু কেঁপে উঠল সে।

ধীর গলায় বললাম, শুড-বাই।
তার ছোট দৃষ্টিতে বিদায় গ্রহণ করে অবনত করে নিল
"দেখা হবে" কথাটি আজ বেমানান।

শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

মহাজাগতিক শূন্যে কুটির

এক মহাজাগতিক দিনে বেধেছি ঘর তোমার সনে
সে ছিলো পূর্ণ ঋক্ষ ঘোর নিশি 
অদৃষ্টের কি মিল 
আবার এক ঘোর নিশিতেই
বিচ্ছেদ হলো স্থির।

ভারাক্রান্ত হৃদয়
বিচ্ছেদে কি সুখ তা নেই জানা
এক সপ্তমীর ঋক্ষ ঘোর নিশিতে
যখন অর্ধ চন্দ্র মধ্য গগনচারী
সখা খড়কুটো দিয়ে বেধেছিলে 
ছাউনিহীন কুটির।

এক চুতুর্দশীর ঋক্ষ ঘোর নিশিতে
যখন পূর্ণ চন্দ্র মধ্য গগনচারী 
সখা তখন শংকা নিয়ে
বিচ্ছেদের প্রহর গুনি
হঠাৎ আসা দমকা হাওয়ায়
সেই জীর্ণ কুটির খানি
ভেঙে হলো শুন্য।
.
কবিতাঃ মহাজাগতিক শূন্যে কুটির
-তুলি (লেখিকার ছদ্মনাম)
কবিতাটি আমাকে উৎসর্গ করায় সম্মাননিত বোধ করছি। শুধু কবিতা উৎসর্গ নয়, এর স্বত্বও আমাকে দিয়ে দেওয়া হয়েছে।
আমার লেখা অন্য কেউ সম্পদনা করলে খুব অসম্মান বোধ করি বলে কোন রকম সম্পাদনা ছাড়াই উপস্থাপন করলাম।

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

মিথ্যে বাহানা


নাহয়, চুলের কাটা খুলা হলও না কখনো
বুকে মাথা রেখে কাঁদলে না একটিওবার
শক্তমুখে বলে বিদায়... 

হাত ধরার অধিকার নাই বা পেলাম কখনো
একটি গান কিংবা কবিতা শোনার বায়না তো ধরতেই পারি।

নাহয়, সময়ের সুতোর মালায় জীবন গাঁথা হলো না
নেহাত অপ্রয়োজনেই এক বিকাল পাশাপাশি হেটে গেলাম খানিকটা দূর
নির্লজ্জের আমি খুজে বের করলাম আরও কিছু মিথ্যে বাহানা
আরও কিছুটা সময় পাশাপাশি থাকব বলে।

জানুয়ারী ৩১, ২০২০