শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০

মহাজাগতিক শূন্যে কুটির

এক মহাজাগতিক দিনে বেধেছি ঘর তোমার সনে
সে ছিলো পূর্ণ ঋক্ষ ঘোর নিশি 
অদৃষ্টের কি মিল 
আবার এক ঘোর নিশিতেই
বিচ্ছেদ হলো স্থির।

ভারাক্রান্ত হৃদয়
বিচ্ছেদে কি সুখ তা নেই জানা
এক সপ্তমীর ঋক্ষ ঘোর নিশিতে
যখন অর্ধ চন্দ্র মধ্য গগনচারী
সখা খড়কুটো দিয়ে বেধেছিলে 
ছাউনিহীন কুটির।

এক চুতুর্দশীর ঋক্ষ ঘোর নিশিতে
যখন পূর্ণ চন্দ্র মধ্য গগনচারী 
সখা তখন শংকা নিয়ে
বিচ্ছেদের প্রহর গুনি
হঠাৎ আসা দমকা হাওয়ায়
সেই জীর্ণ কুটির খানি
ভেঙে হলো শুন্য।
.
কবিতাঃ মহাজাগতিক শূন্যে কুটির
-তুলি (লেখিকার ছদ্মনাম)
কবিতাটি আমাকে উৎসর্গ করায় সম্মাননিত বোধ করছি। শুধু কবিতা উৎসর্গ নয়, এর স্বত্বও আমাকে দিয়ে দেওয়া হয়েছে।
আমার লেখা অন্য কেউ সম্পদনা করলে খুব অসম্মান বোধ করি বলে কোন রকম সম্পাদনা ছাড়াই উপস্থাপন করলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন