বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০

মিথ্যে বাহানা


নাহয়, চুলের কাটা খুলা হলও না কখনো
বুকে মাথা রেখে কাঁদলে না একটিওবার
শক্তমুখে বলে বিদায়... 

হাত ধরার অধিকার নাই বা পেলাম কখনো
একটি গান কিংবা কবিতা শোনার বায়না তো ধরতেই পারি।

নাহয়, সময়ের সুতোর মালায় জীবন গাঁথা হলো না
নেহাত অপ্রয়োজনেই এক বিকাল পাশাপাশি হেটে গেলাম খানিকটা দূর
নির্লজ্জের আমি খুজে বের করলাম আরও কিছু মিথ্যে বাহানা
আরও কিছুটা সময় পাশাপাশি থাকব বলে।

জানুয়ারী ৩১, ২০২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন