আরও দশটা দিনের মতই আজও বসে আছি রিক্সায়
কি আশ্চর্য শান্ত
যেন নিশীথের নিরবতায় সিক্ত দুজন।
প্রবল ঝড়ের পর এমনই হয় প্রকৃতি,
ক্লান্ত, শান্ত আর শতছিন্ন।
গন্তব্য কাছে এসে হাতে হাত রাখতেই
মৃদু কেঁপে উঠল সে।
ধীর গলায় বললাম, শুড-বাই।
তার ছোট দৃষ্টিতে বিদায় গ্রহণ করে অবনত করে নিল
"দেখা হবে" কথাটি আজ বেমানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন