বুধবার, ১১ মার্চ, ২০২০

অস্পষ্ট প্রণয়

গল্পটা হওয়ার কথা ছিল নিভৃত প্রণয়নের।
কিন্তু; এই দেখোনা, লিখতে যাই কবিতা
আর চোখের সামনে ভেসে ওঠে
নীল কাটায় বাঁধা
তোমার ঢেউ খেলানো চুল।
গভীর সে চুলের আস্তরনে ঢেকে যায়
মুখশ্রীর বাঁপাশে ঈষৎ কালো তিল।
আমি বারবার করি ভূল।

পঙক্তিতে চরণে তোমার কল্পনায়
স্পষ্ট হয় প্রেম,
কবিতা হয়ে যায় ছবি।
তোমার নিভৃতে ভালবাসে বলে আজ
কবিতা লেখাই ছেড়ে দিল কবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন