যতদিন না খুব বিখ্যাত হচ্ছি
কোন স্বর্ণ-সন্ধ্যানী তরুণী যে আমার প্রেমে পড়বে না
সে ব্যাপারে আমি নিশ্চিন্ত।
ওরা যেখানে চৌপায়ায় সাজানো
শ্যাম্পেইন কিংবা সিঁদুরবর্ণ ওয়াইন খোঁজে
ফরাসি কিংবা রুশ বালিকাদের মত,
সেখানে আমি থাকি দীঘির তীরে
কুঁড়েঘরে মাদুর পেতে
সপ্তমীর চাঁদে স্নানরত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন