শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

পরিণতি

অতঃপর স্রষ্টা তাহাকে বলিলেন,
"যাও, প্রস্তরখন্ড সন্ধান কর।
কঠিন প্রস্তর,
হীরক চূর্ণ করিতে পারে, এমন কঠিন প্রস্তর।
আর আলোর মত নরম তুলতুলে হাত দিয়ে
ভাঙার চেষ্টা করিতে থাকো।
চেষ্টা করিতে থাকো যতক্ষণ না
ফের জাগিয়া ওঠে বিদর্ভ নগরীর দ্বার; 
তার পুঞ্জে-কুঞ্জে শিউলির আপাদমস্তক ছেয়ে থাকা স্বর্ণলতাকে
কেহ পরগাছা বলিয়া উপেক্ষা করিবে না আর।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন