বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

এক মুঠো ভালোবাসা

তোমার প্রতি আমার কোন রাগ নেই
অনুরাগ আছে,
অপেক্ষা নেই
প্রতিক্ষা আছে,
পাওয়ার উচ্চাকাঙ্খা নেই
নেই হারানোর ভয়ও।

আছে কেবল কোন রকম শর্ত ছাড়া
এক মুঠো ভালোবাসা।


November 19, 2017

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন