বুধবার, ৩ নভেম্বর, ২০২১

বিলাপ

সে তার নাম জপ করে, বারংবার
নিঃশ্বাসে একবার, প্রশ্বাসে আরেক বার।
আহ্, এরিস, আহ্! বেচেঁও মৃত যেনো
এক সাথে তিন বার, কখনো কখনো।
কে জানে? হয়তো এই ছিল তার নিয়তি
"আফ্রোদিতি, আফ্রোদিতি, আফ্রোদিতি"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন