শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

উন্মাদ অশ্ব

আমি ছুটি
যুদ্ধাহত অশ্বের ন্যায় ছুটি
তার থেকে পালাব ছুটতে থাকি;
এক পৃথিবী ব্যাস দূরে যাই।
সে যখন দূর মেক্সিকান উপসাগরে;
আমি তখন বুড়িগঙ্গায়।

নর্দমার পানিতে ছোট একটি নৌকায়
এক কাপ চা হাতে
সম্ভাব্য পাশে থাকা মানুষ হিসাবে
উন্মাদের মত তাকেই ভাবছি আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন