জন্ম-জন্মাতর বুঝিনা হে প্রিয়।
সে যখন সামনে আসে
নিরেট দেহ খুঁজে পায় প্রাণ,
যেন আমার জন্ম হয় আরো একবার।
তার হাসিতে বয়স হয় ষোল,
পরিস্ফুটিত, প্রাণবন্ত;
ফোটে শিউলি, আসে শরত-বসন্ত
পুষ্প বৃষ্টিতে ধরণী একাকার;
তার অভিমানে হিয়া খুঁজে অন্ত
নিথর প্রাণ ভূলে দিগন্ত
তৃষ্ণার্ত মরু ভাস্করে ছাড়খার।
সে যখন সামনে আসে
নিরেট দেহ খুঁজে পায় প্রাণ,
যেন আমার জন্ম হয় আরো একবার...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন