শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

গুজব

হঠাৎ করে শহরে গুজব রটে গেল
তোমি নাকি আমার।
প্রতিদিন একসাথে দেখা রেস্তোরাঁর মালিকটিও
আড়চোখে দেখছে আজ
একটু দূরের মানুষগুলো ফিসফিস করে কি যে সব বলছে
নিরব হাসিতে অপবাদ ছড়িয়ে পড়ছে মানচিত্রের দিক দিগন্তে;
কেবল আমরাই কিছু জানলাম না।

চাইনা নগরীতে আকাঙ্ক্ষার দুর্ভিক্ষ
গলির দোকানে দোকানে নিকোটিনের বিক্ষোভ
কেবল আমি জানি আমি তোমার কতটা কাছে
আর তোমি জান তুমি আমার থেকে কতটা দূরে!
আহা! যদি, তোমি কানের কাছে ফিসফিস করে একবার বলে দিতে,
গুজবটা কিন্তু সত্যি।

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

সে

প্রায় তিন ঘন্টা ধরে আমরা এক সাথে ঘোরাঘুরির এক পর্যায়ে মেয়েটি বলল, আপনাকে কিন্তু আমার একটুও পছন্দ না। এক প্রহর কেটে গেল এর মাঝে। প্রথমে ফাস্টফুডের একটা ঘরে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চফ্রাই, সফট ড্রিংকস নামের কতগুলি আইটেম খাওয়া হল। পুরো শেষ করা যায়নি, এত দামি খাবার নষ্ট করার কোন মানে হয়না। বাকীটা পার্সেল করা হল।

এমনি অমনি তো আর ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের জুনিয়র একটি মেয়ের সাথে দেখা যায় না, আমাদের দেখা করার বিশেষ একটি কারণ আছে। লেপটপে অটোক্যাড নামক সফটওয়্যারটি নাকি লাইসেন্স নিয়ে জামেলা করছে। যদিও আমি খুঁজে কোন সমস্যা পেলাম না। সে গোল্লায় যাক, প্রতিবার এমনি ছোটখাট কিছু না কিছু একটা বাহানা খুঁজে বের করতে হয় আমাদের। আগেরবার একসাথে কিবোর্ড কিনতে বেরিয়েছিলাম, সেদিন খুব শহরের বাইরে একটা যাব বলে খুব তারাহুরোতে ছিলাম তাই দুই আড়াই ঘন্টার বেশি একসাথে থাকা গেল না। এবার সেরকম কোন তাড়া নেই।

শহরে ফিরার সময়ই তাকে কল করেছিলাম, চা খাওয়ার নিমন্ত্রণ দিয়ে। ফোনে তখন বলেছিল, দেখা হওয়াটা নিশ্চিত না। যদিও আমি নিশ্চিত ছিলাম ও বিকালে দেখা করতে বেরুবে এবং সাড়ে তিনটা বা চারটায় কল দিবে। মাঝখানে আরেকটা সাইট দেখতে চলে যেতে হল শহরের বাইরে।
গহরপুর।
নামটা চেনা চেনা, ভেবেছিলাম কাছেই হয়তো বা। পরে দেখি নগরী থেকে ২৭ কিমি দূরে। এত দূর জানলে যেতাম না। কোন কিছুর বিনিময়েই তার সাথে দেখা করা থেকে বঞ্চিত হতে চাচ্ছিলাম না। মেজাজ খানিকটা বিগড়ে গেলেও চেপে রাখার চেষ্টা করলাম, তারাহুরো করে সাইট ভিজিটিং শেষে যখন রওনার হয়ে খানিকটা এগিয়ে গেছি শহরের পথে তখনই বেজে উঠল ফোন। তাকে চল্লিশ মিনিট পর বের হতে বলে বাইকের গতি বাড়িয়ে দিলাম। রাস্তাটা বেশ প্রসস্থ, গাড়ির পরিমাণ খুবই কম।

উত্তেজনায়, খুশিতে আমার হৃদয় টলমল করছে তখন। এমন নয় যে, ওর সাথে প্রথম দেখা। এইভাবে অসংখ্যবার আমরা দেখা করেছি; প্রত্যেকবারই সেই উত্তেজনা, সেই আনন্দ। আমি ইচ্ছে করে একটু আগেই বেরিয়ে যাই, যেন ওর কখনো অপেক্ষা করতে না হয় আর তার জন্য অপেক্ষা করতে যে কি ভালো লাগে সেটাই বা কি করে বুঝাই।

ফাস্টফুট খেয়ে আমরা আরও খানিকটা সময় বসলাম; যতক্ষণ পর্যন্ত না ওরা ভ্রুকুটি করে তাকিয়ে থাকে খাওয়া শেষে এরা বেরুচ্ছে না কেন! ভদ্রস্থ সময়টুকু কাটিয়ে আমরা নেমে এলাম রাস্তায়। প্রায় দুশো মিটার দূরে একটা চায়ের দোকান। মেয়েটির দৃষ্টিতে আমি ভাল একজন সিনিয়র ভাই কিন্তু আমি এই সম্পর্কটিকে ভাল একটা বন্ধুত্ব বলতেই পছন্দ করি। মেয়েটি জানে আমি তাকে ভালোবাসি কিন্তু আমি তাকে বলেছি আমার ভালবাসাটাকে উপেক্ষা করতে, কোন কারণেই আমার এই বন্ধুটিকে হারাতে চাই না আমি। সে এমন একজন যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে উপস্থাপন করতে পারি, আমার ভাল খারাপ অনুভূতি, সূক্ষ্ম থেকে খুশি, অপমান যা আর কাউকে এত নিঃসংকোচে বলতে পারিনা। না জানি কত নারী জীবনে এসেছে বা আসবে কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি তার মতো কেউ হবেনা।

ক্বিন ব্রিজের নিচে এক কাপ খেতে বসে এক জায়গায় কেউ আমার সাথে বিরক্তিহীনভাবে ছয় সাত ঘন্টা কাটিয়ে দিতে পারবে না। মনে কাছে একদিন দশঘন্টা এক সাথে গল্প করার পরও খানিকটা আফসোস নিয়ে শেষ হয়েছিল সেদিনের আড্ডা। শহরের প্রতিটি রাজপথ আমাদের চিনে। কাঁধে ব্যাগ আর খুব সিরিয়াস ভঙ্গিতে কথা বলতে বলতে হেঁটে চলছে দু'জন মানুষ।

প্রায় তিন ঘন্টা ধরে আমরা এক সাথে ঘুরার এক পর্যায়ে মেয়েটি বলল, আপনাকে কিন্তু আমার একটুও পছন্দ না। আমি বললাম, এমন মানুষের সন্ধানই আমি করছিলাম। শক্ত, প্রস্থরখন্ডের মত শক্ত হবে তার হৃদয়। আমি পাগলের মতো তাকে ভালোবাসবো আর সে এতটুকুও গলবে না।

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

এক মুঠো ভালোবাসা

তোমার প্রতি আমার কোন রাগ নেই
অনুরাগ আছে,
অপেক্ষা নেই
প্রতিক্ষা আছে,
পাওয়ার উচ্চাকাঙ্খা নেই
নেই হারানোর ভয়ও।

আছে কেবল কোন রকম শর্ত ছাড়া
এক মুঠো ভালোবাসা।


November 19, 2017

শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

একাকীত্ব নির্জনতা

আমি ভালবাসি
আমার একাকীত্ব
আমার নির্জনতা;
প্রবল হারিকেন আছড়ে পড়ার পর
উপকূলের শুনশান নিরবতা।

আমি ভালবাসি
জোয়ারে লাগামহীন তরীর মত
স্রোতের সাথে ভেসে যাওয়া,
নাটাইবিহীন ফানুস হয়ে
নীলাকাশের স্পর্শ পাওয়া,
কালান্তরের খেলা শেষে
মহাশূন্যে বিলীন হওয়া...
আর চুপ থেকেও বলে দেওয়া সব কথা।
আর আমার একাকীত্ব, আমার নির্জনতা।

শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

উন্মাদ অশ্ব

আমি ছুটি
যুদ্ধাহত অশ্বের ন্যায় ছুটি
তার থেকে পালাব ছুটতে থাকি;
এক পৃথিবী ব্যাস দূরে যাই।
সে যখন দূর মেক্সিকান উপসাগরে;
আমি তখন বুড়িগঙ্গায়।

নর্দমার পানিতে ছোট একটি নৌকায়
এক কাপ চা হাতে
সম্ভাব্য পাশে থাকা মানুষ হিসাবে
উন্মাদের মত তাকেই ভাবছি আমি।

শনিবার, ৬ নভেম্বর, ২০২১

জন্ম-জন্মাতর

জন্ম-জন্মাতর বুঝিনা হে প্রিয়।
  
সে যখন সামনে আসে
নিরেট দেহ খুঁজে পায় প্রাণ,
যেন আমার জন্ম হয় আরো একবার।
  
তার হাসিতে বয়স হয় ষোল,
পরিস্ফুটিত, প্রাণবন্ত;
ফোটে শিউলি, আসে শরত-বসন্ত
পুষ্প বৃষ্টিতে ধরণী একাকার;
  
তার অভিমানে হিয়া খুঁজে অন্ত
নিথর প্রাণ ভূলে দিগন্ত
তৃষ্ণার্ত মরু ভাস্করে ছাড়খার।

সে যখন সামনে আসে  
নিরেট দেহ খুঁজে পায় প্রাণ,
যেন আমার জন্ম হয় আরো একবার...

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

পরিণতি

অতঃপর স্রষ্টা তাহাকে বলিলেন,
"যাও, প্রস্তরখন্ড সন্ধান কর।
কঠিন প্রস্তর,
হীরক চূর্ণ করিতে পারে, এমন কঠিন প্রস্তর।
আর আলোর মত নরম তুলতুলে হাত দিয়ে
ভাঙার চেষ্টা করিতে থাকো।
চেষ্টা করিতে থাকো যতক্ষণ না
ফের জাগিয়া ওঠে বিদর্ভ নগরীর দ্বার; 
তার পুঞ্জে-কুঞ্জে শিউলির আপাদমস্তক ছেয়ে থাকা স্বর্ণলতাকে
কেহ পরগাছা বলিয়া উপেক্ষা করিবে না আর।"

বুধবার, ৩ নভেম্বর, ২০২১

বিলাপ

সে তার নাম জপ করে, বারংবার
নিঃশ্বাসে একবার, প্রশ্বাসে আরেক বার।
আহ্, এরিস, আহ্! বেচেঁও মৃত যেনো
এক সাথে তিন বার, কখনো কখনো।
কে জানে? হয়তো এই ছিল তার নিয়তি
"আফ্রোদিতি, আফ্রোদিতি, আফ্রোদিতি"।