বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

দূরে থাক প্রিয়তমা

আমার অতিপ্রিয় জিনিসগুলি বরাবরই অনাদরে অবহেলায় নষ্ট হয়।
ছেলেবেলায় দুইটি নোটবুক ছিল।
অপেক্ষাকৃত কম পছন্দের নোটবুকে লিখে প্রিয় নোটবুকটি সযত্নে রেখে দিয়েছিলাম।
শ'খানেক কবিতা নিয়ে সাধারণ নোটবুকটি স্বগর্বে ঠিকে থাকলেও
ধূলির আস্তরণে অর্ধযুগ পরে থেকে প্রিয় নোটবুকটি কালের গর্ভে হারিয়ে গেল।

চটলেট আইসক্রিম আমার খুব প্রিয়
ছেলেবেলায় অনেক খেতাম
অতিপ্রিয় হওয়ার পর তুলে রেখে দিয়েছি।
প্রিয় গানটি শোনা হয়না কখনো।

ক্যাম্পাসে সেই মেয়েটির এক লাজুক হাসিতে নিজেকেই হারিয়ে ফেলতাম
অথচ, কোনদিনও সামনে দাঁড়ানোর সাহস করিনি হারিয়ে ফেলার ভয়ে
অথচ, সে কোনদিনই আমার ছিল না।
প্রথম প্রেমের গল্পটা তেমনি চাপা পড়ে গেছে কালের ম্রোতে।

অতিপ্রিয় জিনিসগুলোকে স্বযত্নে আগলে রাখতে গিয়ে হারিয়ে ফেলা অভ্যাস হয়ে দাড়িয়েছে।
আর প্রতিনিয়তই সেখানে যোগ হয় নতুন নতুন নাম।
নতুন নতুন আক্ষেপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন