এমনিতে আমি বড্ড অলস,
সকালে ঘুম থেকে উঠতে পারিনা।
আমার ঘুম ভাঙ্গানোর দায়িত্বটুকু তোমাকেই নিতে হবে,
আমি তোমার ভেজা চুলে চিরুনি বিলিয়ে দেব।
এক আধটু রান্নাও করতে পারি,
সকালের নাস্তাটা না দু'জন মিলেই করলাম
টাই বাঁধার কাজটা তোমাকেই করতে হবে।
টাই আমি নিজেই বাঁধতে পারি,
তোমার হাতে স্পর্শটুকু ছাড়া অফিসে মন ঠিকবে না।
বিনিময়ে আমি তোমার শাড়ির কুছিগুলি ঠিক করে দেব।
বেরুনোর আগে যখন দেখব বাবা পত্রিকার পাতায় ডুব মেরেছে
আর মা ব্যাস্ত কিচেনে দুপুরের রেসিপি নিয়ে
অমনি তারাহুরো করে ললাটে চুমো খেয়ে পালাব অফিসের পথে।
মাঝে হয়তো এই সুযোগটা আসতে চাইবে না।
আমি সুযোগের খুজে বেড়ালের মত এ ঘর ও ঘর করব,
সেদিন না হয় একটু দেরীতেই অফিসে গেলাম।
বসের বাকা কথা এ কান থেকে ও কান বের করে দিয়ে
ডেস্কে ডুব দিব।
কাজের চাপে কখন দুপুর হবে বুঝতেই পারবনা
ছুটির দিন ছাড়া হয়তো দুপুরে দু'টেবিলেই বসতে হবে দুজনকে
তবুও মাঝে মাঝে আদিখ্যেতা দেখিয়ে টিফিন হাতে চলে এসে অফিসে
বাসায় ভাল কিছু রান্নার অজুহাত নিয়ে।
বস খুব একটা খুশি না হলেও ভদ্রতা করে হাসবেন
আর বিকালে এসে একটু কড়া স্বরে বলবেন,
"লাঞ্চ তো ভালই করেছ, আর্জেন্ট ফাইল, শেষ করে যেও।"
কখনো কখনো ছুটির দিনে আমরা বেড়িয়ে পড়ব।
হয়বা পরিচিত কোথাও
যেখানে সুযোগ পেলেই তোমাকে নিয়ে আসি
কিংবা অচেনা কোথাও।
যেখানে নীল জলে নিমজ্জিত হয় ভাস্কর
তুমি আমার কাঁধে মাথা রেখে বলবে,
"আমি তোমাকে ভালবাসি।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন