সোমবার, ১ মার্চ, ২০২১

নাটাই ছেঁড়া ঘুড়ি

প্রিয়তমা,
তোমি সেই একজন যার জন্য আমি স্বর্গটাকেও উপেক্ষা করতে পারি,
আমার কাছে ভালবাসা মানে
নাটাই ছেঁড়া এক ঘুড়ি।
ঈশানে তার অস্ত ডুবে
পুবে নতুন কুঁড়ি।

সুতার টানে আলো আনে
দ্বিপ শিখা চিরন্তন
তবু অর্ধেক তার দেখি
অর্ধেক থাকে বাকি
আজন্মের প্রহসন।

পূর্ণতার খোঁজে
এক জোনাক বিহীন সাঁঝে
অগ্নিকুণ্ডে আরোহন করি,
তোমি সেই একজন যার জন্য আমি স্বর্গটাকেও উপেক্ষা করতে পারি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন