শনিবার, ১৩ মার্চ, ২০২১

একজন সে

সে এমনি একজন
যাকে আমার সচেতন এড়িয়ে যায়,
কৃষ্ণগহ্বের মত আকর্ষণী ক্ষমতা।
কোন যুক্তিতেই সে আমার নয়,
অথচ, অবচেতন মনের আকাঙ্খা
উপেক্ষা করা দায়!
সে এমনি একজন
যাকে আমার সচেতন এড়িয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন