তোমাকে দেখার আকাঙ্খা যে কত তীব্র
তা কেবল এই রাজপথ জানে।
শূন্য প্রান্তরে অবিরাম ছুটে চলা
চোখের কোণে রাখা সহস্র নিশ্চুপ শব্দ,
বেড়িবাঁধ ভেঙে দেওয়ার প্রত্যয়ে
কাটিয়ে দিয়েছে নক্ষত্রসম অব্দ।
যুগান্তরের জলধি পেরিয়ে
ফের আবার ঠায় দাড়িয়ে;
ফিরে দেখি পিছু পানে...
তোমার হৃদয় ছুয়ে যাবার আকাঙ্খা যে কত তীব্র
তা কেবল এই অন্ধ রাত জানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন