শনিবার, ৩ এপ্রিল, ২০২১

থার্ডক্লাশ অডিয়েন্স

আমি এক পেয়ালা চায়ের সন্ধ্যানে হেটে চলেছি সুদীর্ঘ রজনী
পথে একদল ভিখারি অনাহারে চিৎকার করে চলেছে।
বড় বড় পুঁজিবাদী দেশ গুলি তেলের বিনিময়ে খাদ্য না দিয়ে
গ্রেনেড আর AK-47 তুলে দিচ্ছে হাতে।
গ্রেনেডে ক্ষতবিক্ষত তারই মত আরেক ক্ষুদার্ত ভাই।
রক্তের প্লাবনে গভীর সমুদ্র মরুর বুকে।
ঐ দিকে বাজার নষ্ট হবে বলে জাহাজ ভর্তি খাদ্যশষ্য
কান্না করে ডুবে যায় আটলান্টিকের গহীনে।

আমাজন-সুন্দরবন খেয়ে ফেলা জনাবরাও
বিশ্ব উষ্ণায়ন নিয়ে জাতিসংঘের মঞ্চে ভাষণ দেয়
বাহ! বাহ! বলে তালি দিতে থাকে একের পর এক নিউক্লিয়ার পরীক্ষা করা সহোদররা;

পৃথিবীকে শুধু তারাই রক্ষা করতে পারে।
পৃথিবীর বিশাল নাট্যমঞ্চে আমরা তো কেবলই থার্ডক্লাশ অডিয়েন্স।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন