এরকম একটি তারিখই তো ছিল
শুধু বদলে গেছে পাচটি ক্যালেন্ডার।
অধরা স্পর্শের সাথে আমার একবারই ঝগড়া হয়েছিল ;
খুব যে বলার মত ঝগড়া তাও নয়
ছোটখাট মনোমালিন্যের মত একটা ব্যাপার
কিছু মানুষের কাছে অভিমানের পাল্লাটা একটু বেশিই থাকে
বেশি অধিকার খাটাতে গিয়ে হঠাৎই আবিষ্কৃত হয় অনাধিকার চর্চা।
না, এত অধিকার তো আমাকে দেওয়া হয়নি।
না সে কখনো আমার ছিল
না সে কখনো আমার হবে
তবুও তো মনে হয় তার অনিষ্ট আমার অনিষ্ট।
অনাধিকার চর্চাটাও না করতে পরে
মুছে ফেলেছিলাম বন্ধুতালিকা থেকে
রুদ্ধ করে দিয়েছিলাম দ্বার।
সে আজ এক কল্পনা ছাড়া কিছুই নয়
সে কল্পলোকে এসে, মুচকি করে হেসে
বলে, "আপনি জানেননা, আমি না একটা মিচকা শয়তান"।
আমিও সুযোগ পেলেই তার কথা উত্তর দেই;
কেউ যখন বলে, "কেমন চা খাবেন?"
আমিও তো সেই কথাটিই বলি যা তাকে বলতাম
"চিনির সল্পতা, দুধের আধিক্য।"
বিদায়সম্ভাষণে এখনো বলি, টাটা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন