শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

নিঃশব্দ বচন

আমার এই নিস্তব্ধতা ভাঙার ভাষা কোথা পাই?
ঝরা পাতার মর্মর ধ্বণি কে বুঝিবে হায়!
নিশ্চুপ শব্দগুলি খুঁজে পায়না বচন...
জিতে ছিলাম ঠিকই। তবুও শূন্য ময়ূর সিংহাসন।

ভালবাসা দূরে গিয়ে অভিমান হয়, উপেক্ষা হয় ক্রোধ
হাজার বছর ধরে ধ্রুপদী'রা কাঁদে, জাগ্রত হয়না বোধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন