শুক্রবার, ৭ মে, ২০২১

তৃষ্ণার্ত কবি

এ জন্মে আমি কবি হয়ে জন্মাতে চেয়েছিলাম।
ততদিনে কর্পোরেট দুর্ভিক্ষে খেয়ে নিয়েছে পৃথিবীর পুরোটাই;
কবিত্বের তৃষ্ণা নিয়ে পেটের দায়ে কেউ অফিসের পিয়ন কেউ বা বস
কেউ কেউ বা স্বত্বাধিকারী।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখক রূপে কতবার যে সাহিত্যকে ধর্ষণ করে গেল
তার হিসাব না হয় নির্লজ্জভাবে স্তুপচাপা দিয়েই রাখল।
আমার আর কবি হওয়ার সাহস হয়ে উঠল হল না।
নিরবে ঢাকা পরে মৃতপ্রায় কবির আর্তচিৎকার।
তা তে কার কি আসে যায়...
আফসোস; এ জন্মে আমি কবি হয়ে জন্মাতে চেয়েছিলাম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন