বুধবার, ২৬ মে, ২০২১

নিভৃত প্রেম

আজ হতে শতবর্ষ পরেও লোকে বুঝতে পারবে
উদাস কবির জীবনে কেউ এসেছিল নিভৃতে।
সংসার জীবনের এক যুগ পেরিয়ে যাবার পর হয়ত
গৃহিনীর নিরব আক্ষেপ হয়ে যাবে।
প্রতিরাত তার পাশে শোয়ে থাকা মানুষটি অন্য কারো চিন্তায় নিমগ্ন।
হয়তো কোন একটা তুমিও উপলব্ধি করতে পারবে
এক সময় তোমার পাশে থাকা মানুষটি তোমায় কত ভালবাসত
যখন বোধদয় হবে তখন যে কিছুই বাকী থাকবে না
জীবন এগিয়ে যাবে
সময় থমকে যাবে;
অসংখ্য বিচিত্র দিনের সাথে একটি রাত বারবার ফিরে আসবে
তীব্র প্রেমানুভতি আর না বলা গল্পগুলো নিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন