অনেক খোঁজার পর তার দেখা পেলাম।
যার নাম শুনলেই ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠে।
ডাগর চোখের গভীরতা হৃদয়ে দ্যুতির রশনী জোগায়
যার জন্য কোন মুশকিলে পড়ে গেলেও খারাপ লাগে না।
বরং খানিকটা আনন্দই হয়।
যার সাথে চলা প্রতিটি কদম আরও দু-কদম সামনে যাওয়ার প্রেরণা জোগায়
লোক-নিন্দা অমৃতের মতো লাগে।
যার সাথে কাটনো মুহুর্তগুলিকে মনে হয়
স্বর্গলোক থেকে ধার করে আনা।
মুখশ্রীর দিকে তাকিয়ে চোখ ফিরানো দায়,
কেবলই মনে হয়, এই তো আমার স্বর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন