শনিবার, ২৯ মে, ২০২১

ফেরা

তোমায় একবার দেখার লোভে
স্বর্গ ছেড়ে ধূলোর পৃথিবীতে পা রাখার সাহস করেছিলাম।
দেখিতে কেবল আরও একটিবার
জন্মাতে যেন পারি সহস্রবার...
 
জন্ম ব্যাপারটা মৃত্যুর মত এত সহজ নয়।
ঠিকে থাকার লড়াই প্রতি মুহূর্তে
অস্তিত্ব বিলীন হবার আশংকা,
তীব্র আকাঙ্খায় ভেতর জলে পুরে ছাড়খার
তবুও ফিরে এসেছি আবার।
দেখিতে কেবল আরও একটিবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন