রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

ফিরে এসো প্রিয়তমা

ফিরে এসো প্রিয়তমা,
তোমার বিরহে এখনো অভ্যস্ত হয়ে যাই নি।
আমাদের সেই সময়টা এখনো হারিয়ে যায় নি।

মনের ভূলে, হলদে ফুলে
এখনো তোমায় খুজি,
শেফালী ঘ্রাণে, ভাবি আপন মনে
এই তোমি এলে বুঝি।

শুভ্র মেঘে, কাশফুল একে
নিযুত কল্প করি জমা,
ফিরে এসো,
তুমি ফিরে এসো প্রিয়তমা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন