যতটুকু পেয়েছি, তার চেয়ে বেশি চাওয়ার ছিল না আর
সকালে ঘুমভাঙা চোখে তোমার ঝাপসাদৃষ্টি
দুপুরের কড়া রোদ্দুরে জ্বলে ছাড়খার
সন্ধ্যায় স্রোতহীন বরাকের শাখায় এক কাপ চা।
কিংবা নগরীর অবদ্ধ ঘরে বদ্ধস্বরে চাপা উল্লাসের সমাহার
তার চেয়ে বেশি চাওয়ার ছিল না আর।
তার বিস্তার কেবল কামনায়, কল্পনায়
না কেউ তাকে স্পর্শ করতে পারে,
না সে কাউকে স্পর্শ করতে পারে।
হাজার বছর পেরিয়ে জাতিস্মর
হঠাৎই চমকে উঠে...
"তোমি তাহলে এলে,
কত দিন পর দেখা হল বলতে পার?"
এই এক মুহূর্ত দেখার জন্যই যেন জন্মেছি সহস্রবার...
যতটুকু পেয়েছি, তার চেয়ে বেশি চাওয়ার ছিল আর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন