তুমি প্রভাত খোঁজে থাকা শিউলীর আকাঙ্খার মত তীব্র আর সে শরতের মেঘের মত শুভ্র। তুমি এমন এক কৃষ্ণগহ্বর যেখানে ছায়াপথের নিহীরিকাগুলি নতুন কক্ষপথের সন্ধানে ঝাপিয়ে পড়ে। সে কি আর খুঁজে পায় তার কক্ষপথ না'কি সেই বিন্দুতেই থমকে তার সময় অতীত, বর্তমান, ভবিষ্যত মিলেমিশে একাকার হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন