হঠাৎই তার ফোন এল।
-আপনি এখনো প্রিন্ট দিচ্ছেন?
এত সময় লাগছে কেন?
--না, প্রিন্ট দেওয়া শেষ বের হচ্ছি।
-আমরা ফ্রেন্ডস রেস্তোরাঁয় আড্ডা দিচ্ছি
চলে আসেন।
--আসছি।
-কত সময় লাগবে
--এই ধর মিনিট পনের।
-আচ্ছা ঠিক আছে।
ফোন রেখেই গাড়ি চড়ে বসলাম।
গাড়িতে বসে বসে ভাবলাম,
এতগুলো কাজ হাতে রেখে গাড়িতে উঠার সিদ্ধান্ত কি ঠিক ছিল...
ভেবে খুব একটা লাভ নেই।
তার ডাকে সাড়া না দিয়ে চুপ থাকা
সে শক্তি খুইয়ে বসে আছি সেই কবেই।
কি যেন এক ঘোর কাজ করে এখন।
যেদিন তাকে দেখি
আর যেদিন তাকে দেখিনা
দুইটা দিন যেন আলাদা।
যেদিন তাকে দেখিনি
মনে হয় সেদিনটা আমার জীবনে ছিল না।
এটা কি মাত্রাহীন আবেগ
নাকি সংজ্ঞাহীন ভালবাসা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন