বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

প্রার্থনা

আকাশের চেয়েও বিশাল হোক তোর ঘুড়ি
রংধনুর চেয়েও বৈচিত্র্যময় হোক রঙ তার
তোর নিঃশ্বাস হোক প্রভাতের মত সতেজ
সালোকসংশ্লেষণের জন্য বৃক্ষের আকাঙ্খার

তুই সুখী 'হ'
এই আমার প্রার্থনা নিরন্তর,
আমার নিশ্চুপ আর্তনাদ মুছে দিক তোর গ্লানি
রাজাধিরাজ থেকে বেশি প্রাচুর্যে পূর্ণ থাকুক অন্তর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন