সোমবার, ২৩ আগস্ট, ২০২১

আকাঙ্খা

আমার সুপ্ত আকাঙ্খাজুরে তোমাকে চাই
খুব গভীরভাবেই চাই।

তোমার ফেলে দেয়া বাদামের খোসা
স্প্রিং ছুটে যাওয়া চুলের ক্লিপ
চিরুনীতে লেগে থাকা চুল
কেটে ফেলে দেওয়া নখ থেকে শুরু করে
অন্তিম লগ্নে ICU'তে খোলে ফেলা নল পর্যন্ত
একটা মুহুর্তও হারাতে চাই না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন