কিছু যুক্তি, কিছু আবেগ, ভালবাসা, অন্যায়ের বিরুদ্ধে দু চারটি কথা, গুটি কয়েক গল্প, কবিতা, মনগড়া মতামত সবমিলিয়ে নিজের খামখেয়ালীপনার চূড়ান্ত বহিঃপ্রকাশ।
তোমার চেনা শহর থেকে যদি
হঠাৎ হারিয়ে যাই শুভ্র ছায়ার বেশে?
অচেনা নগরে, পথে ঘুরে ঘুরে,
তুমিও যাবে কি সে দেশে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন