প্রিয়তমার ছোট ছোট উপেক্ষাগুলি
একটু একটু করে মেরে ফেলে।
খুবই সূক্ষ্ম সে উপেক্ষা।
আজ হয়ত সে কৌতূহল দৃষ্টি নিয়ে
আমার দিকে আগের দিনের মত নিয়ে তাকাল না,
কিংবা হয়তো কথা বলছে আগের মতই
কিন্তু বাক্যের মাঝে আসক্তিটা নেই
সেই আসক্তির অভাব
...বেচে থাকার অভাব কমিয়ে দেয় অনেকখানি
তার সামাজিক হাসিতে পৃথিবী করে দেয় গোলমেলে
আর একটু একটু করে মেরে ফেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন