বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

বাঁ পায়ের শিল্পী

অতঃপর প্যারিসের বুকে পড়ল তার পদচিহ্ন।
  
ফরাসি বিপ্লবের কয়েক শতাব্দী পর
আরও একবার জনতা নেমে এল রাজপথে,
ছবি আর কবিতার দেশে
নতুন আরেক শিল্পের আকাঙ্খায়।
  
হে বাঁ পায়ের শিল্পী,
ভালবাসার শহরে তোমাকে স্বাগতম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন