বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

প্রিয় নদী রূপসা

প্রিয় নদী রূপসা,
  
বৃষ্টির ঝুমঝুম শব্দ
অরণ্য হারানো জোছনা
কিংবা প্রান্তরের সবুজ ধ্বনি;
  
এদের কেউ আমার মত করে
তোমাকে চাইতে পারে নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন