শনিবার, ২৮ আগস্ট, ২০২১
উপেক্ষা
সোমবার, ২৩ আগস্ট, ২০২১
আকাঙ্খা
আমার সুপ্ত আকাঙ্খাজুরে তোমাকে চাই
খুব গভীরভাবেই চাই।
তোমার ফেলে দেয়া বাদামের খোসা
স্প্রিং ছুটে যাওয়া চুলের ক্লিপ
চিরুনীতে লেগে থাকা চুল
কেটে ফেলে দেওয়া নখ থেকে শুরু করে
অন্তিম লগ্নে ICU'তে খোলে ফেলা নল পর্যন্ত
একটা মুহুর্তও হারাতে চাই না।
দেয়াল
শনিবার, ২১ আগস্ট, ২০২১
শুভ্র ছায়া
তোমার চেনা শহর থেকে যদি
হঠাৎ হারিয়ে যাই শুভ্র ছায়ার বেশে?
অচেনা নগরে, পথে ঘুরে ঘুরে,
তুমিও যাবে কি সে দেশে?
বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
পেশা ও ধর্ম
শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
চুপচাপ গল্প
বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
শেফালীর ডাক
অসংখ্য ফুলের প্রেমে পড়েছি।
গোলাপের মত রাজকীয়
রজনীগন্ধার মত কামনীয়
কিংবা কলমিফুলের সরল শংকা;
অথচ,
সব ছাপিয়ে মনে গেঁথে থাকে
কখনো আমার না হওয়া
শিউলি তরে, তীব্র আকাঙ্খা।
বাঁ পায়ের শিল্পী
প্রিয় নদী রূপসা
রবিবার, ১ আগস্ট, ২০২১
আফ্রোদিতি
অনেককাল আগে আমি একটা ঘুড়ি হয়ে
উড়ছিলাম
মৃদু হাওয়ায় নাটাইটানে ভালই চলছিল সব।
কিন্তু সময়ের সাথে আমার অতৃপ্ত
আকাঙ্খাগুলি জাগ দিতে থাকে।
তখন উপলব্ধি হয়,
নাটাইসুতার পরিধি আমার জন্য পর্যাপ্ত নয়।
জিউসের ইশারায় একটা আচমকা ঝড়ে
সুতা ছিঁড়ে ঘুড়ি মুক্ত হয়ে গেল
আমি ছুটে চললাম দিগন্ত থেকে দিগন্তে।
অবশেষে যখন নিচে আছড়ে পড়ার কথা
তখন ঘুঘু পাখির বাহনে
গোলাপ নিয়ে হাত বাড়িয়ে দিল একজন।
তার শরীর যৌবনময় রূপ
চোখের গভীরতায় কামনা
আর হৃদয়ে প্রেমের মোহনা।
২. (কথোপকথন)
- কে তোমি?
= আফ্রোদিতি
সেই আফ্রোদিতি...
যার জন্মের সাথে জলের গভীর সম্পর্ক।
আমি বিড়বিড় করে বললাম,
- আফ্রোদিতি, আফ্রোদিতি, আফ্রোদিতি।
- প্রিয়তমা তুমি কি আমার?
একটা কঠিন হাসি দিল সে।
হাসির মাঝেও এত কাঠিন্য থাকতে পারে
জানা ছিল না।
= হ্যাঁ, না আবার হ্যাঁ
- এটা আবার কি রকম?
= এই মুহূর্তে আমি তোমার
কিন্তু এই
প্রিয়মিলন কেবলই ক্ষণিকের
তোমার হৃদয়ে আমার প্রেম অন্তহীন।
- চুপ কর আফ্রোদিতি,
তুমি জীবিতই
আমাকে সমাধী দিলে।
আজ থেকে আরিস
থাকবে রণক্ষেত্রে
তোমারমত
হাজারও প্রেয়সীকে নিঃসঙ্গ করে দিবে।
আর
পাষণ্ডহৃদয়ে প্রগাঢ় বিরহী প্রেম নিয়ে
একটি নামই জপ
করবে অনন্ত দিবাতিথি
আফ্রোদিতি, আফ্রোদিতি, আফ্রোদিতি।
প্লট ও প্রেক্ষাপটঃ
