আমার একজন সঙ্গী চাই।
কিন্তু কখনোই চাইনা যে গলায় কাঁটার মত আটকে থাকুক
আমার দেয়া মঙ্গলসূত্রখানি।
এও চাইনা কাউকে সাতপাকে বেঁধে
আষ্টেপৃষ্টে জড়িয়ে নিতে।
কিন্তু কখনোই চাইনা যে গলায় কাঁটার মত আটকে থাকুক
আমার দেয়া মঙ্গলসূত্রখানি।
এও চাইনা কাউকে সাতপাকে বেঁধে
আষ্টেপৃষ্টে জড়িয়ে নিতে।
আমার একজন সঙ্গী চাই।
কোন কারণ ছাড়াই যে আমার পাশে থাকবে
কোন বন্ধন ছাড়াই যে আমাকে ভালবাসবে
আমার একজন সঙ্গী চাই
যে কোন কারণ ছাড়াই চলে যেতে পারবে।
কোন কারণ ছাড়াই যে আমার পাশে থাকবে
কোন বন্ধন ছাড়াই যে আমাকে ভালবাসবে
আমার একজন সঙ্গী চাই
যে কোন কারণ ছাড়াই চলে যেতে পারবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন