একজন সম্রাটকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন?
একজন সম্রাট প্রথমে একজন সম্রাট। তারপর হয়তো সে কারো সন্তান, পিতা কিংবা একজন ধার্মিক। সে কারো পিতা, কারো সন্তান কিংবা কোন ধর্মের এই দিয়ে কোন সম্রাটের ব্যাখ্যা হয়না।
একজন সম্রাট প্রথমেই ধার্মিক হয়না। অশোক দ্যা গ্রেট যিনি যুদ্ধ বিবাদ এড়িয়ে রাজত্ব টিকিয়ে রাখতে অহিংস বুদ্ধি ধর্মের আশ্রয় নেন। খ্রিস্ট ধর্ম ছড়িয়ে যাবার পর জনগন গ্রাস থেকে রাজ্য উদ্ধার করতে বহু ইহুদী রাজা খ্রিষ্টান ধর্মকে পেট্রোনাইজ করেছে।
আমরা বিপদে ভ্রাতাদের দিকে সাহায্যের হাত বাড়াই অথচ, একজন সম্রাটের প্রধান শত্রু তারই পিতার মাতার ঔরসজাত সন্তান। আওরঙ্গজেবের রাজ মসনদে বসা নিয়ে প্রচলিত একটা কাহিনী আছে। তৎকালীন অন্যতম বুদ্ধিজীবী সারমাদ শহীদকে রাজা জিজ্ঞেস করল, পাশে কম্বল থাকতেও সে নগ্ন কেন? জবাবে রগচটা সারমাদ বলল, খারাপ লাগলে মহারাজাই যেন নগ্নতা ঢেকে দেয়। রাজা পাশে থাকা কম্বলটি টান দিতেই বেরিয়ে এল অনেকগুলি কাটা মাথা যা কি না তারই ভ্রাতা কিংবা উত্তরসূরীদের। সারমাদ এরপর বলল,
"কম্বল দিয়ে কি ঢাকবেন মহারাজা, আমার শরীর না আপনার কলঙ্ক?"
বলা হয়ে থাকে সন্তানের প্রতি পিতার ভালবাসার কোন তুলনা হতে পারে না। অথচ, রাজমুকুট মাথায় দিয়ে সিংহাসনে বসা মানুষটির বেলায় সেটি সত্য নাও হতে পারে। উসমানীয় সম্রাজ্যের দশম সুলতান সুলেইমানের যিনি "সুলায়মান দ্য ম্যাগ্নিফিসেন্ট" নামে খ্যাতি লাভ করেছেন এবং উসমানীয় শাশকদের মধ্যে সবচে' দীর্ঘকাল ব্যাপী মহারাজের দায়িত্ব পালন করেন। তারই ছেলে মোস্তফা জনপ্রিয় হয়ে যখন রাজার জন্য হুমকি হয়ে দাড়ালেন তখনই পিতা রাজার রূপ ধারন করে তাকে মৃত্যুদণ্ড দান করলেন।
তবে মুঘল সম্রাট হুমায়ূন, উসমানীয় সম্রাট দ্বিতীয় সেলিম কিংবা খুনি চেঙ্গিসের উত্তরাধিকারী ওগেদাই খানদের ব্যাতিক্রমী স্বভাব কিছুটা হলেও ভিন্নমাত্রা দেবে।
আবার অন্যভাবে চিন্তা করলে, এই পৃথিবীতে সম্রাটের মত নিঃসঙ্গ আর কেউ হতে পারেনা। তার কোন ভাই, বন্ধু কিংবা সন্তান হয়না। বোকা রাজাটা কি উপলদ্ধি করতে পারেনা যে, ঘরে কিংবা শত্রু শিবিরের কেউ নয় নিজেকে সর্বক্ষমতাময় প্রমান করতে যে মুকুটখানি পড়েছিল, এটাই প্রধান শত্রু।
অথচ, কোমরবদ্ধে থাকা অন্ধ খুনি খঞ্জরটাই তার সবচে বিশ্বস্ত বন্ধু।
দিন শেষ এটাই সত্যি যে, একজন সম্রাট প্রথমে একজন সম্রাট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন