কোন এক চতুর্দশীর রাতে
সে ভিজেছিল বৃষ্টিতে।
জলোচ্ছ্বাসে ভেঙ্গে গিয়েছিল সংকোচের বাধ,
প্রতীক্ষা এখন তার সাদা কেশের মত
বিবর্ণ দেয়াল পেরিয়ে
শুভ্র চাদর গায়ে মেখে
ওপারে গিয়েও পেতে চায় সে স্বাধ।
কৃষ্ণপক্ষ কেটে আসে পূর্ণিমা
আষাড়ের মেঘ মিশে শরতের ঘাসে
সেই সাথে নড়ে ওঠে আরেকখানি দাত
কৃষ্ণরাতের শেফালী চায় পূর্ণিমার স্বাধ।
সে ভিজেছিল বৃষ্টিতে।
জলোচ্ছ্বাসে ভেঙ্গে গিয়েছিল সংকোচের বাধ,
প্রতীক্ষা এখন তার সাদা কেশের মত
বিবর্ণ দেয়াল পেরিয়ে
শুভ্র চাদর গায়ে মেখে
ওপারে গিয়েও পেতে চায় সে স্বাধ।
কৃষ্ণপক্ষ কেটে আসে পূর্ণিমা
আষাড়ের মেঘ মিশে শরতের ঘাসে
সেই সাথে নড়ে ওঠে আরেকখানি দাত
কৃষ্ণরাতের শেফালী চায় পূর্ণিমার স্বাধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন