মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০

তোমি, আমি ও একটি দ্বিপ

শেষবার তোমাকে নিয়ে একটি দ্বিপে গিয়েছিলাম। সময়গুলি কত সুন্দরই না ছিল। কিন্তু শেষ রাতের কালবৈশাখী ঝড় এলোমেলো করে দেয় সবকিছু। সকালে দেখি অতল জলে ডুবে গেছে তোমার পদচিহ্ন। তোমাদের সাথে অভিমান করে আমিও চলে যাই আরও দূরে।

মাস দেড়েক পর ফিরে এসে দেখি তোমার সাথে এখনো দ্বিপটি এখনো অভিমানের গভীর জলে ডুবে আছে। না, আমি কোন ঐতিহাসিক চরিত্র 'শিরি'র ফরহাদ নই যে মহা-দরিয়া সেচে আমার শিরিকে উদ্দার করতে পারিনা। কিন্তু প্রতিক্ষার প্রহর নিয়ে সেই সময়টার অপেক্ষা তো করতেই পারি, যে সময়টা শুধুই আমাদের।

দুই মাস ছয় দিনের মাথায় আমার প্রতিক্ষা ফুরাল। জলরাশির বুক চিরে সেই দ্বিপটি আবার জেগে উঠেছে।

কাশবনে ছেয়ে আছে সবুজের বাসর।
হয়তো অভিমানের পাহাড় ভেঙ্গে অদূর ভবিষ্যতেই সে দ্বিপের বুকে হেটে যাবে দুই জোড়া পা। শুধু এইবারই নয়, যতবার দ্বিপটি হারিয়ে গিয়ে জেগে উঠবে ততবার। আর বারংবার একে দেবে দুইজোড়া পদচিহ্ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন