মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০

নদী

সুরমা নদীটি আমার পিঠাপিঠি ছোট বোনের মত। খুব মায়ার, বেশির ভাগ সময়ই পাশাপাশি থাকি তবু খুব একটা পাত্তা দেই না। কুশিয়ারা অনেকটা দূর সম্পর্কের বোনের মত। বাইরে থেকে বুঝা যায় না কিন্তু ভিতরে ভিতরে একটু ভাব আছে।
ব্রহ্মপুত্র যেন আমার আদি সত্ত্বা, নিজের পূর্বপুরুষ। মাঝে মাঝে মনে হয় হাজার বছরের অবর্তনে ব্রহ্মপুত্রের উত্তরপুরুষ হয়ে আমি এই ভূখন্ডে এসেছি। মেঘনার সাথে মায়ের একটা সাদৃশ্য আছে। সব সন্তান যেমন মেয়ের কোল খোজে তেমনই বেশির ভাগ নদীকেই আকড়ে ধরে রেখেছে মেঘনা।
আমার একটা প্রেয়সী নদী আছে যাকে দেখলেই মনে হয় যুগ যুগ ধরে নদীটি আমার জন্য অপেক্ষা নিরবে বয়ে চলেছে। রূপসার কি রূপে আমি বিমোহিত হয়েছি জানিনা কিন্তু প্রথম যেদিন নদীটির সামনে গিয়ে দাড়ালাম, মনে হল সে যেন আমাকে বলছে, "এতদিন পর তোমার আসার সময় হল বুঝি?"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন