সে কি বৃষ্টিস্নাত কৃষ্ণপক্ষের নিশিতেও বাইরে দৃষ্টি রাখছে?
চিরচেনা কেউ ভিজে চুপসে সামনে এসে দাড়াবে বলে।
না কি আপেক্ষা রয়েছে সেই ছপছপ শব্দের?
যে শব্দের সাথে মিশে আছে তার ছন্দহীন গতির অসম তাল।
সে কি সুক্ষ্ম কোন একটা তীঘ্ন ঘ্রাণের সন্ধান আছে,
যেখানে মিশে আছে দূর থেকে আসা প্রিয় কারো ঘামের নোনা গন্ধ।
নাকি অভিমানের দেয়াল তুলে,
কপাট করেছে আজ বন্ধ?