একজন মানুষকে আমি খুব ভাল ভাবে অনুভব করতে পারি।
একাকীত্বের সময়গুলিতে তার উপস্থিতি পৃথিবীর সকল যাতনা ভূলিয়ে দেয়;
দুর-আলাপনে সকালে যখন তার কলে ঘুম ভাঙে
মনে হয়, এর চেয়ে আর ভাল করে দিনের শুরু হতেই পারে না।
সারাদিন কেবলই আকাঙ্খা জাগে
যদি একবার দেখা হয়ে যায় তার সাথে
তবে দেখা হওয়ার পর যে খানিকটা শূণ্যতার সৃষ্টি হয়
সেটা অস্বীকার করলে মিথ্যা হয়ে যাবে।
ফের কবে দেখা হবে কে জানে?
রাতে যদি মোবাইলে কথা বলে
তার সাথে খানিকটা সময় কাটিয়ে দেওয়া যায়
মনে হয়, পরবর্তী সকাল পর্যন্ত একটা স্বপ্নের ঘোরে কাটিতে দিতে পারি।
ভালবাসা না'কি টের পাওয়া যায়
আমি যা অনুভব করি
তাই আমার কাছে সত্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন