মঙ্গলবার, ১ জুন, ২০২১

মিথ্যে কল্প

তোমাকে পলক দেখিতে
সুপ্ত মনের আঙিনাতে
সাজিয়েছি কত মিথ্যে কল্প;
আরও একটু যাও থেকে
গোধূলির আভা মেখে
হয়ে যাক আরও একটা গল্প।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন